_

দেখে নিন গ্রেড অনুযায়ী প্রকৃতপক্ষে আপনার বেতন কতটা বাড়ছে

 দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল ঘোষণা করেছে জাতীয় বেতন কমিশন। নতুন প্রস্তাবনায় গ্রেডভেদে সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন ২০তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা।


বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।


উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হলেও এবার মূল বেতন কাঠামোতেই বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে। কমিশনের মতে, এই নতুন বেতন কাঠামো সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সহায়ক


হবে।